গত ৪ঠা মার্চ অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত “ইনোভেশন মেলা”। মেলায় প্রোডাক্ট ক্যাটেগরিতে ৪০টি ও সার্ভিস ক্যাটেগরিতে ৬০টি নতুন উদ্ভাবন প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। এই মেলায় ছিল DU Microsystems and Nanoengineering ল্যাব এর সরব উপস্থিতি। প্রোডাক্ট ক্যাটাগরিতে নির্বাচিত ৪০টি প্রোডাক্ট এর মধ্যে ৭টি-ই ছিল এই ল্যাব এর উদ্ভাবন। প্রদর্শনীতে উপস্থিত অতিথিবৃন্দ, স্বনামধন্য গবেষকবৃন্দ এবং অন্যান্য দর্শনার্থী- সকলের কাছেই বেশ প্রশংসিত হয় এসকল উদ্ভাবন।
![ইনোভেশন মেলায় DU Microsystems and Nanoengineering ল্যাব 1 Mina innovation fair 1](https://mldlievd0vcj.i.optimole.com/w:1024/h:538/q:mauto/f:best/https://du-eee-micronanolab.com/wp-content/uploads/2024/03/Mina_innovation_fair_1.jpg)